অনেকদিন পর গ্রামে এসেছে বাপ্পি। ব্যস্ততার কারণে তেমন একটা গ্রামে যাওয়া হয়না তার। ভার্সিটি মানেই শুধু ক্লাস, আর টিউটোরিয়াল। দিনরাত শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। এখন নিজেকে খুব হালকা মনে হচ্ছে তার। অনেকদিন পর নদী তীরে বসে হিমেল বাতাসে মন জুড়ানো, খুব ভাল লাগছে তার। হঠাৎ সে শুনতে পেল, কেউ তাকে ডাকছে, “এই বাপ্পি, কবে এলি ?” মুন্না। তার স্কুলের বন্ধু।
“এইতো আজ সকালে, তোর কি খবর?”
“আছি , ভালোই। গ্রামের খবর কিছু জানিস?”
“না তো…কেন? কি হয়েছে?”