The On Demand Global Workforce - oDesk

Tuesday, April 05, 2011

Opekkha


অপেক্ষা

এখানে আমার ঘরে
কাঠের চেয়ার এ বসে,
একলা এই আমি
আছি এখনো জেগে
মাঝ রাতে ঘুম নেই চোখে,
কোন অজানা কারনে
সুখ নেই মনে
বিষাদ বেথাতে,
পুড়ে গেছে মন
কোন গুপ্ত দহনে,
আমি আছি বসে
এই নির্জন ঘরে,
অবচেতন মনে
গভীর অন্ধকারে,
নির্বাক চোখে
আকাশ পানে চেয়ে,
একটি তাঁরার খোঁজে
কিছু স্বপ্ন নিয়ে,
অবিরত জেগে রই
আমি কারও অপেক্ষাতে।
By - Atiq


Read More : Thought of Love

3 comments: