অপেক্ষা
এখানে আমার ঘরে
কাঠের চেয়ার এ বসে,
একলা এই আমি
আছি এখনো জেগে।
মাঝ রাতে ঘুম নেই চোখে,
কোন অজানা কারনে।
সুখ নেই মনে
পুড়ে গেছে মন
কোন গুপ্ত দহনে,
আমি আছি বসে
এই নির্জন ঘরে,
অবচেতন মনে
গভীর অন্ধকারে,
নির্বাক চোখে
আকাশ পানে চেয়ে,
একটি তাঁরার খোঁজে
কিছু স্বপ্ন নিয়ে,
অবিরত জেগে রই
আমি কারও অপেক্ষাতে।
By - Atiq
Read More : Thought of Love

nice one.......
ReplyDeleteheyyyy...wht happened????????????????????
ReplyDeleteNice. I like it.
ReplyDelete